বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে রঙিন ফুলকপি চাষ সম্পর্কিত মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে কটিয়াদী পৌর সদরের চরিয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (উদ্যান) মো: শাহীনুল ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, আরিফ হোসেন সানি, মঈনুল ইসলাম সহ ইউনিয়ন ব্লক সুপারভাইজারবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের রঙিন ফুলকপি চাষে সহায়তা ও পরামর্শদান করা হয়। এবং সুবিধাভোগী স্থানীয় ফুলকপি চাষী আসাবউদ্দিনের মাঠ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।