কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ রবিবার, ১০ মার্চ দুপুরে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে পত্রিকাটির জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আহমেদ লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সাংবাদিক ও লেখক মু আ লতিফ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, জেলা সিপিবি’র সভাপতি আবদুর রহমান রুমি, সিনিয়র সাংবাদিক একে নাসিম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মুনিরুজ্জামান খান সোহেল, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।