কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুরের ঐতিহ্যবাহী হযরত মিয়া চান্দ শাহ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আমিন প্রকাশ আলী মোজাম্মেল।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক প্রকাশিত গত ২২/০৩/২০২৪ইং তারিখে বিদ্যালয় শাখা/KISHOREGANJ/110410/240153 নং প্রজ্ঞাপনে দেখা যায় নূরে আমিন প্রকাশ আলী মোজাম্মেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়।
উক্ত কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হক রানা ও বিভূতি ভুষন দেবনাথ, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য রুবিয়া খাতুন, অভিভাবক সদস্য আসাদুল হক বাবুল,মো: কামরুজ্জামান, মো: জাহাঙ্গীর ভূইয়া, হোসেন মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য আছমা আক্তার, দাতা সদস্য মো: নজরুল ইসলাম, সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি নূরে আমিন প্রকাশ আলী মোজাম্মেল বলেন, আমাকে হযরত মিয়া চান্দ শাহ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক অভিভাবক কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এডভোকেট সোহরাব উদ্দিন সাহেবকে ও উক্ত কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যদের প্রতি। তিনি উক্ত উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।