সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২২ অপরাহ্ন

কটিয়াদীতে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মসূয়া ইউনিয়নের চর আলগী ইছামুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে মসূয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি তাজুল ইসলামরে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এড. মোঃ সোহরাব উদ্দিন।

ত্রি-বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রুমি, ঢাকা টঙ্গীর নিউ লাইফ হাসপাতালের পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায় মাহাবুবুর রহমান, আচমিতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এড. মোঃ সোহরাব উদ্দিন বলেন, আপনাদের সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাচ্ছে।

আপনার সকল প্রকার সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকবো। কটিয়াদী ও পাকুন্দিয়ায় কোন প্রকার সন্ত্রাস, মাদক, জুয়া, অশ্লীলতা ও ইভটিজিং থাকবে না। এসকল কর্মকান্ড কঠোরভাবে দমন করা হবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page