কিশোরগঞ্জের করিমগঞ্জে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান সমন্বয়ক এম সানাউল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল করেছে উপজেলা বিএনপি।
আজ রোববার (২৫ আগস্ট) বিকেলে করিমগঞ্জ বাজারের পাটমহাল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলে কয়েক হাজার মানুষ হাতে ঝাড়ু ও জুতা নিয়ে অংশ নেন। মিছিল শেষে তাদের কুশপুত্তলিকা পোড়ানোসহ উপজেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ এলাকার হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা মুজিবুল হক চুন্নু ও সানাউল হকের গ্রেপ্তার ও বিচার চেয়ে নানা স্লোগান দেন। মিছিলটি করিমগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাব সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুজিবুল হক চুন্নু ও সানাউল হকের কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিজুল ইসলাম দুলাল, সদস্য সচিব আব্দুল মান্নান দুলাল শিকদার, যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক হানিফ মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, হুকুমের আসামি হিসেবে যদি শেখ হাসিনার নামে মামলা ও বিচার হতে পারে তবে গত ১৬ বছর শেখ হাসিনার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক হিসেবে সানাউল হকের বিচার হওয়া উচিত। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ নিরীহ-নিরপরাধ লোকজনকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা দিয়ে তিনি ফাঁসিতে ঝলানোর পশাপাশি বিপুল অর্থ-সম্পদ ও বিত্ত-ভৈভবের মালিক হয়েছেন।
একই সঙ্গে স্বৈরাচার হাসিনা সরকারকে অনৈতিক ভাবে সহযোগিতা দেওয়ার অভিযোগে ওই আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নুকেও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
Leave a Reply