চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা কে কিশোরগঞ্জ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। একই প্রজ্ঞাপনে দেশের মোট ২৪ জেলায় নুতন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে।
বিসিএস ২৫ ব্যাচের মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম-সেবা এর নিজ জেলা চট্টগ্রাম।
এর আগে গত ২১ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ কে রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে বদলি করা হয়।
Leave a Reply