কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপজেলার দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র সভাপতি মো: তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা প্রমুখ।
প্রস্তুতি সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উক্ত প্রস্তুতি সভায় পূজামন্ডপে চলাচলে গুরুত্বপূর্ণ যেসকল রাস্তা রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে সংস্কার ও মন্ডপের নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনার জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।