কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাধীন চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান স্বাক্ষরে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
আহ্বায়ক কমিটিতে ইমাম হোসেন দুলালকে আহ্বায়ক ও শহিদুল হক উজ্জ্বলকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- মো: আজহারুল হক রানা, মো: আব্দুর রশিদ, জাহিদ মিয়া, মো: কামরুজ্জামান শামীম, মো: ফজলুর রহমান, মো: মূছা আলী, শাহ মাহমুদুর রহমান মান্না, মো: মোবারক হোসেন, মো: সজীব মিয়া
বাজারের সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, ভোটার তালিকা হালনাগাদ, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করার জন্য নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।