কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা কথিত কাজী মাহমুদুল হাসান মাসুদকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে জেলহাজতে প্রেরণ করে আদালত।
এর আগে বুধবার কাজী মাহমুদুল হাসান মাসুদকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
কাজী মাহমুদুল হাসান মাসুদ ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সম্পাদক।
তিনি কটিয়াদি উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের মো:সদর উদ্দিনের ছেলে।একই এলাকার তালিকাভুক্ত কাজী তিনি।
খোজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত আইন বহির্ভূতভাবে বিবাহ রেজিস্ট্রার,বাল্য বিবাহ রেজিস্ট্রার করে কোর্ট এর জাল কাগজপত্র তৈরী করে বয়স যাচায়ের সঠিক ডকুমেন্ট ছাড়াই বিবাহ রেজিস্ট্রার করে আসছে।
স্থানীয়রা জানান,দলীয় প্রভাব খাটিয়ে তিনি এলাকায় এসব করে আসছিলেন। তার সহযোগী কাজী মাওলানা করিম ও বেপরোয়াভাবে নিজ ইউনিয়নের বাইরে গিয়েও অবৈধ বিবাহ পড়ায়।
স্থানীয়রা আরো জানান,কাজী মাসুদ একজনের বিবাহিত বউ থাকা অবস্থায় অন্য জনের কাছে প্রথম বিবাহ রেজিস্ট্রার করে থাকে।যার ফলে মানুষের সংসার নস্ট হয়।
কাজী মাসুদ জন্ম নিবন্ধন ও এন আই ডি কার্ড ছাড়াই বিয়ে পড়ায় বলেও অভিযোগ রয়েছে।