কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‘ আগামী প্রজন্মকে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর রোজ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো: হেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো: শাহজাহান কবীর ভূঞা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ সহ কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম।
উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।