কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার রাতে বর্ণাঢ্য আয়োজনে জেলা শহরের উকিলপাড়া এলাকায় অবস্থিত ক্লাব ভবনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।এর আগে ক্লাব ভবন ও আশেপাশের এলাকা আলোকসজ্জা করা হয়।ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ এস এম ফজলুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাঞ্চন সুলতানের সঞ্চালনায় আলোচনাসভায় ক্লাবের অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।আলোচনাসভা শেষে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।পরে বর্ণাঢ্য আতশবাজির মাধ্যমে বর্ষপূর্তি পালন করা হয়।এ সময় উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা উবায়দুর রহমান শাকিল,রুহুল আমিন,রেদুয়ান রহমান ওয়াকিউর,আমান,টিপু সুলতান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।