গত মাসে ভারত সফরের মাঝপথে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, বিদায়ী টেস্টটা খেলতে চান দেশের মাটিতে। নানান জলঘোলার পর এখন পর্যন্ত যা অবস্থা তাতে মনে হচ্ছে সাকিবের ইচ্ছা পুরণ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাতে খুশি। নির্বাচক হান্নান সরকার বলেছেন, সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার যে এমন আয়োজনের বিদায় পাচ্ছে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় প্রাপ্তির।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর থেকে মিরপুর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আজ সাকিবকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ। তারপর সাকিবের অন্তর্ভূক্তি বিষয়ে এক ভিডিও বার্তায় নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘আমরা সবাই জানি, এটা একটা সরকারি ইস্যু ছিল, বিসিবির ইস্যু ছিল। ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিবকে দলে রাখা যাবে, স্বাভাবিকভাবেই আমরা তাকে দলে রেখেছি। এটা আমাদের জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার যে আমাদের এ রকম একজন কিংবদন্তি খেলোয়াড়, সে মিরপুর থেকে, যেটাকে আমরা আমাদের হোম অব ক্রিকেট বলি, সেখান থেকে বিদায় নিচ্ছে। এটা শুধু সাকিবের জন্যই নয়, বাংলাদেশি হিসেবে আমাদের সবার জন্যই পাওয়া।’