মানবাধিকার কর্মী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী জেডআই খান পান্নার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসকের পক্ষ থেকে রোববার (২০ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, জেডআই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সবসময় নীতি ও আদর্শের পক্ষে ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, জেডআই খান পান্না শুধুমাত্র ছাত্রদের ন্যায়সংগত দাবির পক্ষে ছিলেন না, বরং তিনি আইনি লড়াইতে তাদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৭ অক্টোবর ১৮০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়, যা আসকের মতে, হয়রানিমূলক এবং তার মানবাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় বাধা দেওয়ার উদ্দেশ্যেই করা হয়েছে।
আসক উল্লেখ করে, জেডআই খান পান্না আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন এবং অসংখ্য বিষয়ে সোচ্চার ছিলেন। তার সংগ্রাম কখনো কোনো পক্ষকে অসন্তুষ্ট করেছে, কিন্তু তার লক্ষ্য সবসময় বঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
মিথ্যা মামলাটি মানবাধিকার প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এক অশুভ উদাহরণ বলে উল্লেখ করে, আসক এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।
