কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো:শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার রাতে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
এ সময় তারা দফা এক দাবী এক রাষ্ট্রপতির পদত্যাগ দাবী করে নানা স্লোগান দিতে থাকে।পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের ও দাবী জানান তারা।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনুপ আহমেদ মামুন,ফয়সাল প্রিন্স,আজিম সহ শতাধীক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেন।