কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে মানবিকতায় কিশোরগঞ্জ গ্রুপের সদস্যরা।গভীর নলকূপ অর্থাৎ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় সুপেয় পানির ব্যাবস্থা করে দিয়েছে তারা।
পানির অন্য নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। মহান আল্লাহ পানির উৎস ও জোগান সহজ করে দিয়েছেন। অন্যের কাছে পানি সরবরাহ করা ও পৌঁছে দেওয়াকে অন্যতম ইবাদত হিসেবে এবং পানি সরবরাহের ক্ষেত্রে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করাকে অন্যায় বলে আখ্যায়িত করেছেন।
এই আমলের মর্যাদা:
নবীজির সুপেয় পানির ব্যবস্থা করা : রাসুলুল্লাহ (সা.) হিজরত করে মদিনায় যাওয়ার পর দেখলেন যে সেখানে সুপেয় পানির ব্যবস্থা নেই। এক ইহুদির ‘রুমা’ নামের একটি কূপ থাকলেও তার পানি অনেক চড়া দামে বিক্রি করা হয়। তখন রাসূুল (সা.) কূপটি ব্যক্তিমালিকানা থেকে সরিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করলেন। তিনি ঘোষণা দিলেন, ‘কে রুমা নামক কূপটি কিনে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবে এবং এর বিনিময়ে জান্নাতে আরো উত্তম পুরস্কার লাভ করবে?’ এ কথা শুনে উসমান (রা.) এই কূপ খরিদ করে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করলেন।এই হাদিসের আলোকে সুপেয় পানির ব্যাবস্থা করে দেয়া মানবিকতায় কিশোরগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ বলেন, আমরা সাধারণ মানুষের জন্য এমন আরো টিউবওয়েল স্থাপন করার উদ্যোগ নিবো। এ সময় গ্রুপের সকল সদস্যদের পাশে থাকার আহবান জানান তিনি।