ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার এবং ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, রোববার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা পরিচালনা করা হয়।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এই হামলায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দাহিয়েহ অঞ্চলের দুটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা একই সঙ্গে দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে, যেখানে হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছে।
এ ঘটনার পর লেবাননে ইসরায়েলের হামলা বাড়তে থাকে। হামলার মূল কারণ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার প্রতিক্রিয়াকেই ধারণা করা হচ্ছে।