কিশোরগঞ্জ জেলা’র ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান জনপ্রিয় অরাজনৈতিক সংগঠন ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে আঞ্চলিক, উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টনসহ অন্যান্য খেলাধুলায় (বার বার অপরাজিত জেলা ফুটবল লীগ চ্যাম্পিয়ন) চ্যাম্পিয়ান ও রানার্স আপ হয়ে সুনামের সহিত কৃতিত্ব অর্জন করে আসছে এবং দলমত ধর্ম-বর্ণ, জাত-গোষ্ঠী নির্বিশেষে গণতান্ত্রিক পন্থায় পরিচালিত হয়ে আসছে। সামাজিক অঙ্গনে স্থানীয় ও জাতীয় যে কোন দূর্যোগ ও ধর্মীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ
৫ই আগষ্টের প্রেক্ষাপটে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী কিশোরগঞ্জ অবস্থানরত দায়িত্বপ্রাপ্ত সম্মানিত মেজর সাহেবের সাথে পরামর্শক্রমে উকিলপাড়া ও আশপাশ এলাকায় কয়েক শিফটে বিভক্ত হয়ে রাত-দিন ক্লাব কর্মকর্তাবৃন্দ ১০দিন পর্যন্ত পাহারায় নিযুক্ত ছিল যা নাগরিক টিভি ১০ই আগষ্ট কিশোরগঞ্জে রাতজেগে পাহারা শিরোনাম করে সংবাদ পরিবেশন করে। ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি দায়িত্বপ্রাপ্ত সফল ও বার বার নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং নির্বাচিত কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অভূতপূর্বক ভূমিকা থাকায় বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসন, সামাজিক, রাজনৈতিক উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ কর্তৃক পুরষ্কার গ্রহণ এবং ক্লাব কর্তৃক আয়োজিত ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরন করে আসছে। যাহা ক্লাবের নিজস্ব ফেইসবুক আইডিতে যাবতীয় কার্যক্রম আপলোড করা হয় এবং স্থানীয়, জাতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়ে থাকে।
কিন্তু গভীর উদ্বেগের বিষয় The South Asian Times (SAT) ইউটিউব চ্যানেল ও ফেইজবুক পেইজ এ বিগত ২২/১০/২০২৪ইং তারিখে ভিডিও লিংকে রিপোর্টার মোঃ ওমর সিদ্দিক রবিন, কন্ঠ বিজন কুমার দাস কিশোরগঞ্জ কর্তৃক প্রকাশিত মিঠামইনের একটি সংবাদে ক্লাব কর্মকর্তাবৃন্দ সদৃশ্য দুটি ছবি অপ্রাসঙ্গিকভাবে দৃশ্যমান করা হয়, যাহা প্রকাশিত সংবাদে আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কহীন ও সাংঘর্ষিক। এহেন কর্মকান্ড উকিলপাড়া স্পোর্টিং ক্লাব ও কর্মকর্তাদের ভাবমূর্তি নষ্ট করার হীন চক্রান্ত ও ষড়যন্ত্র বলে প্রতিয়মান হয়। যাহা ব্যক্তি স্বার্থ হাসিলের অপরাজনীতি ও অসুস্থ কাটপিছ সাংবাদিকতার বহিঃপ্রকাশ এবং সত্য, ন্যায়, বস্তুনিষ্ট সাংবাদিকতার পরিপন্ত্রী।
সংবাদ প্রকাশক ও পরিবেশনকারী ব্যক্তিকে The South Asian Times (SAT) ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজ থেকে অবিলম্বে সংবাদে দৃশ্যমান অপ্রাসঙ্গিক কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া স্পোর্টিং ক্লাব কার্যালয়ের দুটি ছবি প্রত্যাহার করে এ ধরনের অসৎ উদ্দেশ্য প্রণোদিত ও বিকৃতি মানসিকতা পূর্ণ কার্যক্রম থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। ঐতিহ্যবাহী উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সকল উপদেষ্ঠা, কর্মকর্তা, সাধারণ সদস্য ও সমর্থকদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি।