বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা, আহত ১০ জন

বৃহস্পতিবার গভীর রাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ২ নম্বর গেটে রাত ১টার দিকে শুরু হয় এবং প্রায় এক ঘণ্টাব্যাপী চলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, কৃষি গুচ্ছভুক্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে ঘিরে সিকৃবি শাখা ছাত্রদল ক্যাম্পাসের প্রধান দুটি ফটকে দলীয় ব্যানার লাগায়। পরে কে বা কারা এই ব্যানার ছিঁড়ে ফেললে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এ বিরোধ ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয় এবং দ্রুতই তা সংঘর্ষে পরিণত হয়।

পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেলে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়।

ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে

এদিকে, প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক আরও জানান, আজ শুক্রবার সিকৃবি ক্যাম্পাসে কৃষিগুচ্ছভুক্ত ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় প্রায় ৪ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে আসনের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page