কিশোরগঞ্জের পশ্চিম তারাপাশা এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-২ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সালমান রশিদ হৃদয় (২৭)কে গ্রেফতার করেছেন।
সালমান কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি লুৎফুর রশিদ রানার ছেলে। তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সালমান রশিদ হৃদয় মামলা এজাহারনামীয় আসামি হিসেবে পরিচিত। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, সালমানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।