কিশোরগঞ্জে জামায়াত ইসলামের উদ্যোগে ২০০৬ সালে লগি বৈঠার তান্ডবে নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে।
শুক্রবার সন্ধায় জেলা শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে কিশোরগঞ্জ শহর শাখা জামায়াত ইসলামের উদ্যোগে ২০০৬ সালে পল্টন হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার গত ১৫ বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে দেশটাকে লুটপাট করে খেয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার অবৈধভাবে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীর উপর মিথ্যা মামলা দায়ের করেন। অনেক নেতাকর্মীকে বিনা অপরাধে, রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতে মৃত্যুদণ্ড প্রদান করেছেন বলে অভিযোগ করেন।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন
কিশোরগঞ্জ শহর শাখা জামায়াতে ইসলামীর আমির মো:আনোয়ার হোসেন।
এ সময় জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।