**কিশোরগঞ্জ প্রতিনিধি:**
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কৃষকলীগ নেতা মো: নুরুল ইসলাম খোকন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের নগুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। নুরুল ইসলাম খোকন কিশোরগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত নেতাকে পরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর ককটেল বিস্ফোরণ এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় মো: নুরুল ইসলাম খোকন মামলার এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখিত হয়েছেন।