রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার বিওএ নির্বাচনের কমিশনার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, পদটির জন্য একাধিক মনোনয়নপত্র জমা না হওয়ায় এবং একমাত্র মনোনয়নপত্র বৈধ হওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামান সভাপতি পদে নির্বাচিত হন।

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করাকালীন, জেনারেল ওয়াকার বিওএ সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে, জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অবসর গ্রহণের পর অলিম্পিকের সভাপতির পদটি শূন্য হয়েছিল।

বিওএ সভাপতি নির্বাচনে খসড়া ভোটার তালিকায় ৭১ জন কাউন্সিলর ছিলেন, তবে জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তাদের অব্যাহতির কারণে চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরের সংখ্যা ৫২ তে নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page