বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা কিশোরগঞ্জের ইটনায় নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম, শিশুদের মধ্যে একটি শিশুর অবস্থা সংকটাপন্ন গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় কিশোরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি হিন্দু সম্প্রদায়ের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার, ডিবি কর্তৃক ধানমন্ডিতে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিকে টকশোতে আমন্ত্রণ, বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রতিবাদ রহনপুর শিশু শিক্ষা নিকেতন এর খেলনা সামগ্রীর উদ্বোধন করিমগঞ্জে ইজিবাইক-মোটর সাইকেল মুখমুখি সংঘর্ষ- নিহত ১, আহত ৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিল বিসিবি

ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, বললেন আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. ময়নুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ বর্তমানে একটি নিষিদ্ধ সংগঠন, তাই তাদের রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের অধিকার নেই।

তিনি শনিবার (২৬ অক্টোবর) রংপুর জেলা পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ছাত্রলীগের সমাবেশের অধিকার নেই। যদি তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আইজিপি আরও জানান, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যেকোনো ধরনের অস্থিতিশীলতার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বলেন, “কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। যদি দোষী প্রমাণিত হয়, তাদের আইনের আওতায় আনা হবে।”

ময়নুল ইসলাম বলেন, “নেতৃত্বের কিছু বিপথগামী সদস্যের কারণে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। সরকার জনতার আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি সক্ষম পুলিশ তৈরি করতে চায়।”

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “রাজনীতি ও প্রশাসনকে মেলানো উচিত নয়। যারা রাজনীতি করতে চান, তারা চাকরি ছেড়ে চলে যান। রাজনৈতিক ব্যক্তিরা পুলিশকে ব্যবহার করতে চান, তারা এটি থেকে বিরত থাকুন।”

আইজিপি বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্টরা বৈধ অস্ত্রের অপব্যবহার করেছে, যা ছাত্র ও জনতার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। আমরা সেগুলো সরকারকে জমা দিতে কাজ করছি।”

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আইজিপি অনুষ্ঠান শেষে শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page