কিশোরগঞ্জ প্রতিনিধি:
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা শহরের লেকসিটি রুফটপ রেস্টুরেন্টে এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২০২৪ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা: মো: সালাহউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সিয়ান ফিরোজ উদ্দিন ভুইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান মো: আনিসুর রহমান, এপেক্সিয়ান মো: শাকির আলম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো: জুলিয়াস, সেক্রেটারি এবং ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো: আহসান জামিল খান রাকিব সহ অন্যান্য এপেক্সিয়ান গন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান খান মনির, পদ্মা জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর জাহাঙ্গীর আলম, আল আতহার লাইব্রেরীর স্বত্তাধিকারী বিনইয়ামিন সিরাজ, ইসলামিক গিফট কর্নারের স্বত্বাধিকারী হাফেজ যোবায়ের মজুমদার, গোল্ডেন গেট ট্যুর এন্ড ট্রাভেলস এর স্বত্বাধিকারী বদরুল আমিন, অপ্টিশিয়ান ইব্রাহিম খলিল সহ অনেকেই।
এজিএম এ ২০২৫ বর্ষের বোর্ড নির্বাচন হয়। নির্বাচনে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এপেক্সিয়ান মো: রাশেদুল হক রবিন ও সেক্রেটারি এপেক্সিয়ান মো: শাকির আলম।
নির্বাচন বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান মো: আনিসুর রহমান। ক্লাবের এজিএম উপলক্ষে একটি স্মরনীকা প্রকাশ করা হয়।