আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের করিমগঞ্জে ইসলামী আন্দোলন করিমগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকালে করিমগঞ্জ কলেজ মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের করিমগঞ্জ উপজেলা সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন,স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে তারাই ফ্যাসিষ্ট রুপে আবির্ভুত হয়েছে। এদেশের মানুষ আর কোনো স্বৈরাচার কে ক্ষমতায় দেখতে চায় না।
দ্বিতীয় কোনো স্বৈরাচারের জন্ম যেনো এ বাংলায় হতে না পারে সে জন্য পীর সাহেব হুজুর চরমোনাই প্রস্তাবিত সংখ্যানুপাতিক হার তথা PR পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।টেকসই রাষ্ট্র গঠনে PR পদ্ধতির বিকল্প নেই।
তিনি আরো বলেন, “দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে,পরাজিত শক্তি যেনো কোনোভাবেই পূনার্বাসন হওয়ার সুযোগ না পায় সেদিকে সকলের নজর রাখতে হবে।”
পীর সাহেব চরমোনাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য জণগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাশে থাকার আহ্বান জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী হাবিবুল্লাহ হাবিব এর সঞ্চালনায় গণসমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জেনারেল রুকন উদ্দীন আহমেদ , জেলা জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল,জেলা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম,কার্যকরী সদস্য মাওলানা মাহমুদুর রহমান মাহমুদ সহ উপজেলা ও উপজেলা আওতাধীন ইউনিয়ন,ওয়ার্ড ও ইউনিটসমূহের সদস্য, কর্মী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।