নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি মোঃ ফাহিম মোল্লাকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
২৯ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০:৩০ টায় পুলিশের বিশেষ অভিযানে তাকে বুরুমদী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফাহিমকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সভাপতি এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের পর ফাহিমকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করে জানান, ফাহিমের বিরুদ্ধে ১০(০৯)২৪ মামলার ১৫৩ সিরিয়ালের এজাহার রয়েছে।