বরগুনায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী একটি গণ সমাবেশের আয়োজন করেছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার ঘটনায় হত্যাকাণ্ডের স্মরণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা আমীর মুহাম্মদ মহিবুল্লাহ হারুন সমাবেশে উপস্থিত সকলকে জামায়াতের পতাকাতলে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।
সমাবেশটি গত ২৮ অক্টোবর, সোমবার বিকেল ৪টায় বরগুনা পৌর ভবন সংলগ্ন অটো স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওঃ মুহিবুল্লাহ হারুন, যেখানে বিশেষ অতিথি ছিলেন এস এম আফজালুর রহমান ও আসাদুজ্জামান আল মামুন।
বক্তারা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন এবং দাবি জানান যে, স্বৈরাচারী সরকার ও তার খুনিদের বিচারের মুখোমুখি করা হোক। সমাবেশের সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলার আমীর মাওলানা নুরুল আমিন কাজী।
মুহিবুল্লাহ হারুন বলেন, “বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে এবং নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে।” বক্তারা নিশ্চিত করেছেন যে, তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করার জন্য অর্ন্তবর্তী সরকারের প্রতি জোর দাবি জানাবেন।