ইরান ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে ইসরায়েলি গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান ইসরায়েলে পাল্টা হামলার প্রতিশোধ নিতে ইরাকের ভূখণ্ড ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে।
এ হামলা আগামী ৫ নভেম্বরের আগে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরাক থেকে বিপুল সংখ্যক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ইরাকের ভেতরে ইরানপন্থী মিলিশিয়াদের প্রস্তুতি চলছে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান এই সংঘাত এখন পাল্টা হামলার দিকে চলে যাচ্ছে।
এদিকে, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়েহকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানকে ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন।
গত ১ অক্টোবর, ইরান হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ও হিজবুল্লাহ নেতার বিরুদ্ধে ২০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর পরপরই, ইসরায়েল ইরানে সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার দাবি করেছে, যা প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।