রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

কাকরাইলে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ডিএমপির জরুরি নির্দেশনা

রাজধানীর কাকরাইল ও সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে জনশৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারার অধীনে শনিবার (২ নভেম্বর) রাজধানীর পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন ও কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, একই দিন দুপুর ২টায় কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি, যেখানে চেয়ারম্যান ও মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি তুলবে তারা। এছাড়া, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এই পরিস্থিতি মোকাবিলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএমপির এ সিদ্ধান্ত বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page