জাতীয় পার্টি কাকরাইল চত্বরে ২ নভেম্বরের জন্য ডাকা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে।
শুক্রবার (১ নভেম্বর) রাতে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারার আওতায় পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবনসহ কাকরাইল ও পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করার কারণে জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় পার্টি পরবর্তী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে জানানো হয়েছে।