বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নবনির্বাচিত আমির হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেছেন নুরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বুলবুলকে শপথ বাক্য পাঠ করান দলটির কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শপথ অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নায়েবে আমির আব্দুস সবুর ফকির, এবং অ্যাডভোকেট হেলাল উদ্দিনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর নুরুল ইসলাম বুলবুল রুকন সদস্যদের সহযোগিতা কামনা করে বলেন, “একজন আমির হিসেবে এককভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করা কখনোই সহজ নয়। এর জন্য সদস্যদের শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে।”