সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠে লাইনম্যান নিহত, আহত একজন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একজন লাইনম্যান নিহত হয়েছেন। নিহতের নাম শাহিন মিয়া, যিনি যশোরের কেশবপুর উপজেলার টিটা বাজিতপুর গ্রামের হযরত আলীর পুত্র। অপর আহত লাইনম্যান সহিদ মিয়া, যিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, আজ রবিবার সকাল ৯ টার দিকে শাহিন ও সহিদসহ কয়েকজন শহরের কমলপুর নিউটাউনে বিদ্যুৎ লাইনের সেকশনের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের লাইনে পৃষ্ঠ হয়ে শাহিন আহত হন। সহিদকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত সহিদ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

ভৈরব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, কাজের সময় তিনটি লাইনের মধ্যে দুটি বন্ধ ছিল, অন্যটি চালু ছিল। তারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নয়, ঠিকাদারের কর্মী।

ভৈরব থানার উপ-পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page