মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর অভিযানে ২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর (সোমবার) দুপুরে ইটনা আর্মি ক্যাম্পের টহলরত টিমের অভিযানে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্ৰামের তোয়ব আলীর ছেলে হাসেম আলী (৩৮) কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাসেম কে ইয়াবাসহ ইটনা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসেম আলী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এইসব তথ্য নিশ্চিত করেছেন। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হচ্ছে।