কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
এই কর্মসূচির আওতায় ১৪৭০ জন কৃষকের মধ্যে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চীনা বাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। উদ্দেশ্য হলো কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি কার্যক্রমে তাদের উৎসাহিত করা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, “সরকারি সহায়তার মাধ্যমে আমরা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করতে চাই। এটি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভুঁইয়া জানান, “বিনামূল্যে সার ও বীজ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো হবে। আশা করি, এই প্রণোদনা কর্মসূচি সফল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা এবং কৃষকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী কৃষকেরা তাদের সমস্যা তুলে ধরেন এবং কৃষি উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে এবং তাদের উৎপাদন বাড়াতে সহায়তা করবে বলে মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টজনরা।