কুষ্টিয়ার পোড়াদহ জংশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১১ কোটি টাকার এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি শুরু হয়।
বিজিবি’র ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, তাদের কাছে তথ্য ছিল যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় এলএসডির একটি বড় চালান ঢাকায় পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নিয়ে ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করেন।
দুই ঘণ্টার দীর্ঘ তল্লাশিতে ট্রেনের একটি কামরায় বিশেষভাবে রাখা ২১ বোতল এলএসডি (প্রতি বোতল ৫০ এমএল) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা। এছাড়া, ১৯টি ভারতীয় কম্বলও জব্দ করা হয়, যা মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, তারা মাদক পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করবে।
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলি তদন্ত অব্যাহত রেখেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে।