সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

বিদ্যুৎ চুরি নিয়ে তথ্য চাওয়ায় কিশোরগঞ্জে ২ সাংবাদিককে অবরুদ্ধ, থানায় অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে নূর হেলথ সেন্টার নামে একটি ডায়াগনস্টিক ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য জানতে চাওয়ায় ২ সাংবাদিককে শাটার লাগিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী সাংবাদিকরা।
মঙ্গলবার বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান এবং প্রতিদিনের সংবাদ ও জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।

জানা যায়, গত ১ নভেম্বর কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) নূর হেলথ সেন্টারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১ লক্ষ ৩২ হাজার টাকা জরিমানা করে। সাংবাদিকরা বিদ্যুৎ চুরির বিষয়ে সত্যতা জানতে ক্লিনিকে গেলে, ডাক্তার সাদিয়া সুলতানা ও তার স্বামী ডাক্তার এখলাস ক্ষুব্ধ হয়ে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন। এক পর্যায়ে, সাংবাদিকদের ক্লিনিকের প্রধান ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

এসময় ক্লিনিকের অন্যান্য কর্মচারী, ল্যাব অপারেটর ও আয়া সাংবাদিকদের মারমুখী আচরণ করেন এবং ডাক্তার সুলতানা তাঁদের সহায়তার জন্য গুন্ডাবাহিনী পাঠানোর হুমকি দেন। এলাকাবাসীর সহায়তায় সাংবাদিকরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page