শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

মিথ্যা মামলা ও মানববন্ধনে হামলা প্রতিবাদে ইসলামী আন্দোলন বাজিতপুর শাখার সংবাদ সম্মেলন

খসরু মিয়া,বাজিতপুর প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দুজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রতিবাদে গত কাল সোমবার মানববন্ধনের ডাক দেয় । সে মানববন্ধনে কাইয়ুম খান হেলাল এর নির্দেশে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী ৷ এতে সাংবাদিকসহ ৭ জন আহত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাজিতপুর রিপোর্টার্স ক্লাবের সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাজিতপুর উপজেলা শাখা ।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাজিতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সেলিম হায়দার প্রথমে প্রেস ব্রিফিং দেন, পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও হুমাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাইয়ুম খান হেলাল তার লোক দিয়ে একটি মিথ্যা মামলা করে সে খানে ইসলামী আন্দোলন বাংলাদেশে এর দুই জন লোকের নাম আছে । এর প্রতিবাদে আমরা বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দেয় । গতকাল সোমবার সকাল ১০টায় বাজিতপুর বাঁশমহল এলাকায় মানববন্ধনের ডাক দেয় । মানববন্ধনের লোকজন আসতে থাকে এমতা অবস্থায় কাইয়ুম খান হেলাল এর নির্দেশে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায় । এতে আমাদের ৫ লোক আহত হয়।
আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হেলাল খান একজন লেবাস দাড়ি চরমোনাই, সে আসলে একজন নদী দখল বাজ । এলাকায় প্রভাব বিস্তারে জন্য দলের পরিচয় বহন করে । হেলাল খান মামলায় তার নাম না দিতে বিভিন্ন ভাবে আমার উপর চাপ দিচ্ছে । অপরাধীরা যেন আসামি হতে বাদ না যায় সে জন্য সাংবাদিকদের সাহায্য চাচ্ছেন তিনি ।
এই সময় তিনি সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন । অপরাধীদের শান্তির দাবি করেন ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাজিতপুর উপজেলা শাখার সভাপতি সাহজাদ ভূঁইয়া, সহ-সভাপতি হাফিজুর রহমান চান। শ্রমিক আন্দোলনের সভাপতি রিয়াজতুল্লাহ রিয়াজ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অর্থ সম্পাদক মাইনুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page