সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়

গোমস্তাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার, ৬ নভেম্বর, সন্ধ্যা ৭টায় গোমস্তাপুর থানায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ড. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, এবং সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল, আব্দুস সালাম তালুকদার, সারওয়ার জাহান সুমন, মো. আলাউদ্দিন, আমিনুল ইসলাম, শাহরিয়ার শাহাদাত প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা গোমস্তাপুরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ও স্থানীয় সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

নবাগত ওসি খাইরুল বাশার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “স্থানীয় প্রশাসনের কাজ আরও সহজ এবং কার্যকর করতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি আশা করি, আমরা একসাথে কাজ করে এই এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page