যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র “ঠিকানার” অনলাইন টকশোতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। গতকাল, ৬ নভেম্বর, এই বিষয়ে দুটি পৃথক ফেসবুক পোস্টে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শীর্ষ নেতা, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলম।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘এভাবে সমাজে বিভেদ সৃষ্টি করা যাবে না।’’
অন্যদিকে, সারজিস আলম তার পোস্টে খালেদ মুহিউদ্দীনকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘আপনি কি পূর্বে কখনো নিষিদ্ধ সংগঠনের অন্য নেতাদের সঙ্গে টকশো করেছেন? এই কাজ ২ হাজার শহীদের আত্মত্যাগ ও অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের প্রতি বিশ্বাসঘাতকতা।’’
এখনো পর্যন্ত “ঠিকানা” পত্রিকার পক্ষ থেকে এই বিতর্কিত বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সাদ্দাম হোসেনের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, যেখানে অনেকেই তার অন্তর্ভুক্তিকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।