মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন (কেজি স্ট্যান্ডার্ড) স্কুলের খেলনা সামগ্রীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৬ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা স্কুল চত্বরে ফিতা কেটে খেলনা সামগ্রীর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, স্কুল পরিচালনা কমিটির সদস্য প্রফেসর মাইনুল ইসলাম, ডাঃ রেজাউল করিম, পরিচালনা পর্ষদের সদস্য সিজার আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শিখন প্রক্রিয়াকে আরো আনন্দদায়ক এবং কার্যকর করতে খেলনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলনা ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা, সমস্যা সমাধান এবং সামাজিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পায়। তাদের ভবিষ্যৎ গঠনে এমন উদ্যোগের গুরুত্ব অপরিসীম।
উদ্বোধনের পর সকল অতিথি ও শিক্ষার্থীরা একসঙ্গে খেলনা সামগ্রীগুলো পরিদর্শন করেন।