কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় বদলির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অফিসার্স ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন— কটিয়াদী পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী অনতু বল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ।
এসময় বক্তারা ইউএনও ওয়াহিদুজ্জামানের দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ওয়াহিদুজ্জামান উক্ত উপজেলায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন, যার জন্য কটিয়াদী বাসী আজও কৃতজ্ঞ।