স্পোর্টস ডেক্স: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তান ৯২ রানে বিশাল জয় লাভ করেছে। বুধবার (৬ নভেম্বর) শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান, এবং বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দেয়। তবে গজানফর আহমেদ একাই বাংলাদেশের বোলিং আক্রমণ ধ্বংস করে দেয়। তার দুর্দান্ত স্পিন বোলিংয়ে বাংলাদেশ ইনিংস শেষ হয় ১৪৩ রানে। গজানফর ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।
বাংলাদেশের ইনিংস শুরুতেই বিপদে পড়ে। দলীয় ১২ ও ব্যক্তিগত ৩ রানে তনজিদ তামিম আউট হন। সৌম্য সরকার এবং মেহেদি মিরাজ কিছুটা প্রতিরোধ গড়লেও, আফগানিস্তানের বোলিং তোপে একে একে ফিরে যান তারা। সৌম্য ৩৩ রানে আউট হন, আর মিরাজ ২৮ রান করে গজানফরের কাছে দ্বিতীয় শিকার হন। এরপর গজানফর বাংলাদেশ শিবিরের মিডল-লোয়ার অর্ডার ধ্বংস করেন। বাংলাদেশ অধিনায়ক শান্ত সর্বোচ্চ ৪৭ রান করেন, তবে বাকিরা এক অঙ্কের রানও পার করতে পারেননি।
অন্যদিকে, আফগানিস্তানের পক্ষে গজানফরের ৬ উইকেটের পাশাপাশি রশিদ খান ২টি, এবং নবি ও আজমতউল্লাহ ১টি করে উইকেট নেন।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা আফগানিস্তান শুরুতেই কিছুটা চাপে পড়ে। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের তাণ্ডবে ৭১ রানে ৫ উইকেট হারিয়ে তারা বিপদে পড়ে। তবে মোহাম্মদ নবি এবং অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি ১০৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ের পজিশনে নিয়ে আসেন। নবির ৮৪ রানের ইনিংস এবং শাহিদির ৫২ রানের ইনিংসে আফগানিস্তান ২৩৫ রানে তাদের ইনিংস শেষ করে। মোস্তাফিজ ৪ উইকেট নেন, এবং তাসকিন ২টি উইকেট নেন।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর, শারজায় একই মাঠে আফগানিস্তানের বিপক্ষে।