সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিকলী উপজেলা বিএনপি’র আলোচনা সভা

খসরু মিয়া,বাজিতপুর,কিশোরগঞ্জ প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৪ উদযাপন উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. মো. বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান শেখ মজিবুর রহমান ইকবাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন তিনি।

এসময় বক্তারা আওয়ামীলীগকে যেনো কোনো অবস্থাতেই সহযোগিতা না করা হয় এমন আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের।

বক্তারা এসময় আরো বলেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আওয়ামীলীগের প্রেতাত্মারা এখনো আছে। তাদের যেকোনোভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

একজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের লোকজন নিকলী উপজেলা বিএনপিতে এসে ভীড় জমাচ্ছে। ত্যাগীরা বঞ্চিত হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ যেনো তাদের দলে আশ্রয় না দেয় এ ধরনের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page