ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: লক্ষীপুরের রামগঞ্জে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বাজিতপুরে ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) দুপুরে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।
এসময়, বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা বলেন, “সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক এম এ হালিম, এবং আরও অনেক স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষীপুরের রামগঞ্জে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বাজিতপুরে তিন সাংবাদিকের উপর হামলা একটি শঙ্কার বিষয়। হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সাংবাদিকদের আহত করেছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এই মানববন্ধনের মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার জন্য প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।