কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নাল আবেদীন মানিক ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ১টার দিকে তিনি নিজ বাসভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী।
কর্মজীবনে সাংবাদিক জয়নাল আবেদীন মানিক কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দৈনিক স্বদেশ বিচিত্রার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের সাবেক সহকারী শিক্ষক হিসেবে শিক্ষাক্ষেত্রেও তার অবদান ছিল প্রশংসনীয়। এছাড়া তিনি কটিয়াদী উপজেলা আনসার-ভিডিপি, বিএনপি এবং বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
রাজনৈতিক জীবনে তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলার উন্নয়নে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মৃত্যু কটিয়াদী উপজেলাবাসীর জন্য এক বড় শূন্যতা সৃষ্টি করেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে তার নিজ বাড়ির সংলগ্ন মুমুরদিয়া খেলার মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মূরছালিন দারাশিকো, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোরল, কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাবেক চেয়ারম্যান ছেনু মিয়া, নবী হোসেন, মাহবুবুর রহমান বাচ্চু, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সহ আরও অনেকে।
জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তার সাংবাদিকতা, সমাজসেবা ও রাজনৈতিক জীবনকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।