কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের কাছে ৭ নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান। বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, যা দেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
র্যালির নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি রুহুল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সহ-সভাপতি জীবন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক আরিফুল ইসলাম সুজনসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের প্রতি তাদের অবিচল অবস্থান ব্যক্ত করেন।