কিশোরগঞ্জ, ৯ নভেম্বর ২০২৪: সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট এলাকা থেকে অস্ত্র, মাদক এবং নগদ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম মোঃ শাহিন আলম (৩০), পিতা- রতন মিয়া, গ্রামের নাম- মরিচকান্দি, নিয়ামতপুর, করিমগঞ্জ।
জানা যায়, এ অভিযানে ১টি দেশীয় তৈরি শর্টগান, ১ রাউন্ড শর্টগানের খালি খোসা, ১টি চাকু, ১ পিস ইয়াবা এবং নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এসব অবৈধ দ্রব্যের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর, শাহিন আলমকে আদালতে পাঠানো হয়েছে।