কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রা’র উপজেলা প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন মানিক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক জয়নাল আবেদীন মানিক কটিয়াদী অঞ্চলের এক পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়া তিনি কটিয়াদী আদর্শ বিদ্যা নিকেতনের সাবেক সহকারী শিক্ষক হিসেবে শিক্ষা ক্ষেত্রেও অবদান রেখেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কটিয়াদী উপজেলার আনসার-ভিডিপি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যু কটিয়াদী তথা সাংবাদিক সমাজের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কটিয়াদী পৌরসভার মুমুরদিয়া খেলার মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গুণগ্রাহী অংশগ্রহণ করেন। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৯ নভেম্বর ২০২৪ তারিখে কটিয়াদী উপজেলা প্রেসক্লাবে তার স্মরণে একটি স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মূরছালীন দারাশিকো। ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন বিভিন্ন সাংবাদিকবৃন্দ। তারা সকলেই সাংবাদিক জয়নাল আবেদীন মানিকের কর্মময় জীবন ও তার অবদানের কথা স্মরণ করেন। উপস্থিতরা তার আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিলও করেন।
এছাড়াও, সাংবাদিকদের একত্রিত হয়ে এই শোকসভায় তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সমাজকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দও তার কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।
সাংবাদিক জয়নাল আবেদীন মানিকের মৃত্যুতে কটিয়াদী ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার কাজ ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।