রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

ডিপ্লোমা চিকিৎসক পদ ঘোষণাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন

বাংলাদেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠানে ডিপ্লোমা চিকিৎসকদের স্বীকৃতি এবং তাদের পেশাগত অধিকার নিশ্চিতের দাবিতে গত ০৯ নভেম্বর ২০২৪ রোজ শনিবার এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অন্তর্বর্তী সরকারকে তাদের ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, “দেশের শীর্ষ চিকিৎসা রেগুলেটরি কাঠামোতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধিত্ব থাকা জরুরি। বর্তমানে বিএমডিসির আইনি রেগুলেটরি বডিতে ডিপ্লোমা চিকিৎসকদের কোনো প্রতিনিধি না থাকাটা বেআইনি।” তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ডিপ্লোমা চিকিৎসকদের ভূমিকা অবদান রাখতে পারে, তবে তাদের পেশাগত অধিকার নিশ্চিত করা দরকার।

ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. এসএম মনিরুল ইসলাম সাদাফ উপস্থিত ছিলেন এবং দাবি করেন, ডিপ্লোমা চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি, পদোন্নতি, এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি।

তাদের দাবিগুলোর মধ্যে প্রধান প্রধান বিষয়গুলো হলো:

1. ডিপ্লোমা চিকিৎসকদের টাইটেল ঘোষণা: ডিপ্লোমা চিকিৎসকদের উপাধি ‘ডিপ্লোমা চিকিৎসক’ ঘোষণা করা।
2. উচ্চ শিক্ষার সুযোগ: ম্যাটস ডিপ্লোমা চিকিৎসকদের উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধি।
3. নতুন পদ সৃষ্টি: সরকারি-বেসরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ডিপ্লোমা চিকিৎসকদের জন্য নতুন পদ সৃষ্টি।
4. পদোন্নতি: ডিপ্লোমা চিকিৎসকদের ১০ম গ্রেডে এন্ট্রি পদ ও পদোন্নতিতে প্রথম শ্রেণির মেডিকেল অফিসার পদবি নিশ্চিত করা।
5. ইন্টার্নশিপ ও কোর্স সংস্কার: ইন্টার্নশিপ চালু এবং অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন।
6. নতুন আইন প্রবর্তন: মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ আইন গঠন।
7. ডিপ্লোমা চিকিৎসকদের পরিচিতি: বিএমডিসির ওয়েবসাইটে ডিপ্লোমা চিকিৎসকদের পেশাভিত্তিক পরিচিতি নিশ্চিত করা।
8. প্রিন্সিপালদের সদস্যপদ: ম্যাটসের পাঁচজন প্রিন্সিপালকে বিএমডিসির রেগুলেটরি বডিতে সদস্যপদ দেওয়া।

এভাবে, ডিপ্লোমা চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি এবং উন্নয়ন নিশ্চিত করার জন্য তারা সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page