ঢাকা, ১১ নভেম্বর ২০২৪: সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আদালতে দাঁড়িয়ে বিচারককে অনুরোধ করেছেন, আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীদের হাতকড়া পরানো থেকে বিরত থাকতে। সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা জামিনের আবেদন জানালে, শাহজাহান খান তাঁর রাজনৈতিক পটভূমি উল্লেখ করে বলেন, ‘‘আমার বাবা ছিলেন এমপি, আমি নিজেও কয়েকবার এমপি নির্বাচিত হয়েছি। দয়া করে আওয়ামী লীগের এমপি বা মন্ত্রীদের হাতকড়া পরাবেন না।’’
আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও, রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপ, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৮ জন রয়েছেন।
এরা সকলেই একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত এবং আগে একাধিকবার রিমান্ডে ছিলেন।